আজ আমরা যাই হইনা কেন বা যেরকম আছি বা হয়েছি তার পেছনে আমাদের স্মৃতিশক্তির (Memory) একটা বড় অবদান আছে।একটা সময় পর আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে যেটা খুব সাধারন ব্যাপার। বৃদ্ধলোকেদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন এটা শিশু, কিশোর বা অল্পবয়সীদের ক্ষেত্রে হয় তখন তা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ রাখতে পারেনা, খুব তাড়াতাড়ি পড়া ভুলে যায়, সবসময় অন্যমনস্ক থাকে। এর ফলে দুশ্চিন্তায় পড়েন ওদের অভিভাবক। নীচে স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়ানোর উপসর্গ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধের (homeopathic medicine for memory and concentration) বিবরণ দেওয়া হল।
স্মৃতিশক্তি ও একগ্রতা বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ (homeopathic medicine for memory and concentration)
মনোযোগ স্থির রাখতে অসমর্থ, মানসিক ক্লান্তি – Aethusa 30 ।
আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, সবসময় কোনও কিছু থেকে পালিয়ে যাওয়া বা নিজেকে লুকিয়ে রাখার প্রবনতা – Melilotus Off 3X ।
বৃদ্ধদের স্মৃতিশক্তির হ্রাস – Bryata carb 200।
স্মৃতিশক্তির সম্পূর্ণ লোপ,নিজের নাম পর্যন্ত ভুলে যায় – Chlorum 30 ।
সবসময় উদাসীন ভাব,স্মৃতিভ্রংশ, সবকিছুতে উৎসাহ হারিয়ে ফেলা, কিছু গুছিয়ে বলতে না পারা, প্রথমে মানসিক দুর্বলতা ও পরে দৈহিক দুর্বলতা – Acid phos 30 ।
স্মৃতিশক্তি ধীরে ধীরে বর্ধিত করে – Thyroidinum 3X ।
শিশুরা পড়া মনে রাখতে পারে না। শিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে – Brahmi Q ।
কিছুই স্মরণ থাকে না,এইমাত্র বলে দিন ঠিক পরমুহুর্তে ভুলে যায়। দূর্বলকারি রোগ ভোগের পর এবং যুবকদের স্মৃতিশক্তির হ্রাস – Anacardium Ori 30 ।
এছাড়াও জার্মানির Dr. Reckeweg কোম্পানির পেটেন্ট ওষুধ R54 স্মৃতিশক্তি বাড়াতে খুব সাহায্য করে। Allen’s কোম্পানির পেটেন্ট ওষুধ Brenol ও ভালো ফল দেয়।