বাতের হোমিওপ্যাথিক ওষুধ

আমাদের শরীরের অস্থিসন্ধির ফুলে যাওয়া ও সাথে অসহ্য যন্ত্রণা হল বাতের লক্ষণ। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ওই ফুলে যাওয়া অংশ শক্ত হয়ে যেতে পারে। এই বাতের প্রভাব বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। যার ফলে হাঁটতে, চলতে কিংবা উঠতে, বসতে ও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তরুন লোকেদের থেকে বয়স্করা এই সমস্যার সম্মুখীন হন। এখানে উপসর্গ অনুযায়ী বাতের হোমিওপ্যাথিক ওষুধ ও চিকিৎসা (Homeopathic medicine for arthritis) নীচে দেওয়া হল।

homeopathic medicine for arthritis

বাত বা আর্থারাইটিস (Arthritis) প্রধানত দুই প্রকার।

১) অস্থিসন্ধির বাত ( Rheumatoid arthritis) – এই ধরনের বাত সাধারনত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে গাঁট বা অস্থিসন্ধির যে আস্তরন থাকে তা ফুলে যায় ও সঙ্গে খুব যন্ত্রণা হতে থাকে। এর ফলে গাঁটের তরুনাস্থি (cartilage) ক্ষতিগ্রস্থ হয়।

২) অস্থিক্ষয়জনিত বাত ( Osteoarthritis) – আমাদের শরীরের হাড়ের প্রান্তে একটি শক্ত ও পাতলা আস্তরন ( Cartilage ) থাকে । যার ফলে অস্থিসন্ধি বা গাঁটের নড়াচড়ার সময় স্বচ্ছন্দ বোধ করি। এবার কোনও সংক্রমন বা আঘাতের ফলে এই Cartilage ক্ষতিগ্রস্থ হলে হাড়ে হাড়ে ঘষা লাগে। যার ফলে অসহ্য যন্ত্রণা হয়।

বাতের হোমিওপ্যাথিক ওষুধ (homeopathic medicine for arthritis)

Abrotanum 200 – কাঁধের , হাতের , কব্জির , গোড়ালির বাত, আক্রান্ত স্থান ফোলার আগে ব্যাথা। আক্রান্ত স্থান হতে ব্যাথা বুক পর্যন্ত যায়।

Antim Crud 200 – তরুন বাত, আঙ্গুল আক্রান্ত, সাথে পেটের গণ্ডগোল।

Ammon Mur 200 – বাতে আক্রান্ত স্থান টেনে ধরার মতো যন্ত্রণা।

Colchicum Q – ব্যাথা একস্থান থেকে অন্যস্থানে সরে সরে বেড়ায়, এক গাঁট থেকে অন্য গাঁটে যন্ত্রণা, যন্ত্রণা বুক পর্যন্ত যায়।

Angustura 200 – দুই হাঁটুর গাঁটে ও অঙ্গ প্রত্যঙ্গে, গাঁটের ভেতর মড়মড় শব্দ, গাঁট ও পেশি শক্ত ও আড়ষ্ট হয়ে থাকে।

Radium 200 – দাঁড়ালে বা সোজা হয়ে বসলে,নড়াচড়াতে ব্যাথার উপশম, পাছায়, কোমরে ব্যাথা। রাতে যন্ত্রনার বৃদ্ধি, নেফ্রাইটিস পীড়াসহ বাত।

Bryonia Q – হাঁটু বা অন্য অস্থিসন্ধিতে বাত, আক্রান্ত স্থান শক্ত,লাল,চকচকে, গাঁট ফোলে, গরম হয়, ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা, নড়াচড়াতে যন্ত্রণা বাড়ে, প্রচুর ঘাম হয়।

Calcarea Phos 200 – কোমরের নিচের হাড়ের যন্ত্রণা, প্রতি ঋতু পরিবর্তনে শরীরে কামড়ানি, ব্যাথা।

Causticum 200আক্রান্ত স্থান অসাড়, শক্ত যেন পেশি বাঁধা আছে, হাত পা বেঁকে যায়, খিঁচে ধরা বা টেনে ধরার মতো যন্ত্রণা।

Colocynth 200 – যন্ত্রণা কম বোধ হয় কিন্তু আক্রান্ত স্থানের শক্ত বা আড়ষ্ট ভাব যায় না।

আরও পড়ুনঃ চর্মরোগের হোমিওপ্যাথি চিকিৎসা

Guaicum Qরসবাত, তরুন বাত ও তার প্রদাহ যন্ত্রণা, গরম জনিত বাত, হাড়ের বিকৃতি হয়। তরুন বাতে হাঁটু ফোলা ও যন্ত্রণা। শরীরের সমস্ত অস্থিসন্ধিতে ব্যাথা ও যন্ত্রণা।

Guaiacum Q

Rhus Tox 200চোয়ালের বাত, কিছু খেলে বা চিবালে মাড়ি কড়াস করে ওঠে যেন ভেঙ্গে গেল, ক্রমাগত হাই ওঠে।

Ledum 200 – পায়ের গাঁট হতে বেদনা, ফোলা আরম্ভ হয় ও তা ক্রমশ ওপরের দিকে ওঠে, আঙ্গুলে ও পায়ের তলায় ব্যাথা।

Kali Hydro 200 – হাঁটু ফোলা ও বেদনা, রাতে বিছানায় শুতে গেলে বেদনার বৃদ্ধি

Apocynum Andro Qপায়ের আঙ্গুলের ও তলায় ব্যাথা, পা ফোলে, পায়ের তলায় ঝিনঝিনে ধরা ব্যাথা, খিল্ধরা।

Urtica Urens Qইউরিক অ্যাসিড বাড়ার কারনে গাঁটের ব্যাথা ও যন্ত্রণা।

Urtica Urens Q

Rhododendron 200 – হাত, হাতের আঙ্গুল, পায়ের তলা প্রভৃতির একস্থানে হঠাৎ বেদনা হয় ও তা ক্রমশ হাড়ে অনুভুত হয়। ব্যাথা একস্থানে থাকে না

Kalmia 200বাত ক্রমশ ঊর্ধ্বাঙ্গ হতে নিচের দিকে নামে, বাম হাতের ওপর হতে আরম্ভ হয়ে নিচের দিকে নামে।

আরও পড়ুনঃ অ্জীর্ণ ও অম্বলের হোমিওপ্যাথি চিকিৎসা (Acidity gas & indigesion)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *