शुगर की होम्योपैथिक दवा

অন্যান্য অসুখের মত বহুমুত্র বা ডায়াবেটিস ও হোমিওপ্যাথি ওষুধের দ্বারা সারানো সম্ভব। নিচে উপসর্গ অনুযায়ী সুগারের হোমিওপ্যাথি ওষুধের (Homeopathy medicine for diabetes) বিবরন দেওয়া হল।

ডায়াবেটিস বা সুগারের হোমিওপ্যাথি ওষুধ (homeopathy medicine for diabetes)

প্রস্রাবে শর্করার পরিমাণ অধিক, অত্যন্ত দুর্বলতা,প্রবল পিপাসা, শীর্ণতা, অধিক পরিমাণে বারবার প্রস্রাব, বহুমূত্রের কারণে শরীরে ক্ষত – Syzygium jambo Q

শর্করা যুক্ত প্রস্রাব, বারে ও পরিমাণে অধিক প্রস্রাব, মুখ শুষ্ক, প্রস্রাব ঘোলা, শরীরে জ্বালা – Abroma augusta Q

বারে ও পরিমানে প্রস্রাব অত্যন্ত অধিক,আপেক্ষিক গুরুত্ব কম,আল্বুমিন থাকে,বিছানায় প্রস্রাব করা, প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা,অনবরত ফোঁটা ফোঁটা প্রস্রাব – Rhus Aromatic Q

প্রস্রাবে অধিক শর্করা ও শররে অত্যাধিক ঘাম দেয় – Ammon Aceticum 200 ।

Cephalandra indica Q – ৪/৫ ফোঁটা মাত্রায় দিনে ৩/৪ বার সেবনে বিশেষ উপকার পাওয়া যায়।

Gymnema Q – এটিও ব্লাড সুগার এর জন্যে খুব উপযোগী।

প্রস্রাব শর্করাযুক্ত,দিন অপেক্ষা রাতে বেশি প্রস্রাব।গর্ভাবস্থায় বহুমুত্র – Uranium Nit 3x । প্রস্রাব না কমা পর্যন্ত এই ওষুধ খাবেন।

অত্যন্ত অধিক তৃষ্ণাসহ ঘন ঘন প্রস্রাব – Mag Sulph 200 ।

বায়ো কম্বিনেশন 7 (BC 7) ব্লাড সুগার এ ভালো ফল দেয়।

এছাড়াও ব্লাড সুগার নিরাময় এর জন্যে বাজারে অনেক নামিদামি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানির অনেক পেটেন্ট ওষুধও পাওয়া যায়।

এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ওষুধ নিচে দেওয়া হলো।

জার্মানির Dr. Reckeweg কোম্পানির R40

Bakson কোম্পানির Diab aid

আরও পড়ুনঃ ব্লাড প্রেসারের হোমিওপ্যাথি ওষুধ

অম্ল ও অজীর্ণ এর হোমিওপ্যাথি ওষুধ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *