কিডনি মানব শরীরের প্রধান অঙ্গ গুলির মধ্যে একটি অন্যতম অঙ্গ। কিডনি আমাদের রক্ত কে পরিশ্রুত করে। কিডনি আমাদের শরীর থেকে অপদ্র্যবকে ছেঁকে বের করে ও আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নীচে কিডনি তে পাথর বা মুত্র-পাথরি এর হোমিওপ্যাথি চিকিৎসা আলোচনা করা হল।
কিডনির সমস্যার লক্ষণ
- শরীরে মুত্র উৎপাদন কমে যাবে।
- শরীরে জল জমতে থাকবে।
- পায়ের নিচের দিকের অংশ ফুলতে শুরু করবে।
- শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধে দেখা দেবে।
- শরীর পরপর শীর্ণ ও দুর্বল হতে থাকবে।
কিডনিতে পাথর জমার কারণ
কিডনিতে পাথর জমার প্রমুখ কারণ হল শরীরে জলের অভাব। কিডনিতে পাথর তখনই হয় যখন আপনার প্রশ্রাবে ক্রিস্টাল তৈরি হওয়ার মতো পদার্থ যেমন – ইউরিক অ্যাসিড,ক্যালসিয়াম,অক্সালেট এর পরিমান স্বাভাবিকের থেকে বেড়ে যায়। এই পদার্থগুলি বেড়ে গেলে মুত্র আম্লিক হয়ে যায়। প্রশ্রাবের এই আম্লিক ধরন পাথর হতে সাহায্য করে।
কিডনিতে পাথর ও বিভিন্ন প্রকার সমস্যার হোমিওপ্যাথি ওষুধ
কিডনির জায়গায় জায়গায় বুজবুজ করে, প্রস্রাবে জ্বালা, মুত্রথলি থেকে মুত্রনালি পর্যন্ত ব্যাথা করে,বেদনা কিডনি থেকে শুরু করে ইউরেটার দিয়ে ব্লাডারে, ও সেখান থেকে ইউরেথায় যায়। কোমরে অসম্ভব বেদনা ও বারবার প্রস্রাবের ইচ্ছা – Berberis Vul Q ।
প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের বেগ থাকে ও কুন্থন থাকে – Cantharis Q ।
মুত্রথলি থেকে পাথর থাকার কারনে প্রদাহ, প্রস্রাব করতে করতে হঠাৎ বন্ধ, যেন মনে হয় পাথর আটকে গেল, প্রস্রাব সরু সুতার মতো হয় – Uva Urai Q ।
কিডনি থেকে মুত্রথলি পর্যন্ত টেনে ধরা ব্যাথা, বাম ইউরেটারে বেদনা, বাম কিডনির ওপরে বেদনা ও জ্বালা, প্রস্রাবে লাল বালি কনার মতো পদার্থর নির্গমন – Hedeoma Q ।
পিঠের দিকে কোমরের দুপাশে তীব্র বেদনা, বারবার প্রস্রাবের ইচ্ছা, প্রস্রাবের সময় কোঁথানি, প্রস্রাবে রক্তপুঁজ, শ্লেষ্মানির্গমন ও কাঁপুনি দিয়ে জ্বর – Marc Sol 200 ।
কিডনির প্রদাহ যেখানে প্রস্রাবে ফসফেট,অক্সালেট ও ইউরিক অ্যাসিড থাকে ও রোগী ধীরে ধীরে দুর্বল হতে থাকে – Acid Pic 200 ।
ব্যাথা ডান কিডনি থেকে পায়ে নামে ও কোমরে বেদনা – Nux Vom 200 ।
ঘন ঘন প্রস্রাবের বেগ, কিন্তু অল্প প্রস্রাব, মুত্রে ছোটো ছোটো পাথর, কিডনিতে ভীষণ বেদনা। এতে অনেক সময় পাথর এমনিতেই বেরিয়ে যায় – Sarsaparilla Q ।
তীব্র বেদনা কিডনি হতে মুত্রথলি পর্যন্ত পরিচালিত হয়, বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবে রক্ত – Coccus 200 ।
কিডনি পাথরিতে প্রতি মাসে একমাত্রা Lycopodium 1000 খেয়ে রাখলে বিশেষ উপকার পাওয়া যায়।
আরও পড়ুনঃ যৌন সমস্যার হোমিওপ্যাথি চিকিৎসা।