शीघ्र स्खलन की होम्योपैथिक दवा

হস্ত মৈথুনের হোমিও চিকিৎসা, ধ্বজভঙ্গের হোমিওপ্যাথি ওষুধ, শীঘ্র পতনের হোমিওপ্যাথি ওষুধ, বীর্য গাড় করার হোমিওপ্যাথি ওষুধ

এই আধুনিক বিশ্বে যৌনরোগ একটি বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেমন পুরুষদের বিভিন্ন প্রকার সমস্যা তেমনি মহিলাদের ও বিভিন্ন প্রকার সমস্যা। সুখী যৌনজীবন মানুষকে মানসিক ও দৈহিক ভাবে খুশি রাখে। পুরুষদের এই সমস্যার নানাবিধ কারণ থাকে। যার মধ্যে জন্মগত শারীরিক সমস্যা বা অল্পবয়স থেকে করে আসা কিছু বদভ্যাস পুরুষদের যৌন সমস্যার কারণ হয়ে ওঠে। যদি আপনি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার এর যথাযথ চিকিৎসা করান দরকার। এখানে এই রোগের উপসর্গ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধের (homeopathy medicines for sexual problem) বিবরণ দেওয়া হল।

ধ্বজভঙ্গের হোমিওপ্যাথি ওষুধ

Agnus Cast Q – অতিরিক্ত শুক্রক্ষয় করে অল্পবয়সে বৃদ্ধের মতো অবস্থা প্রাপ্ত, ধ্বজভংগ, নিদ্রাকালে বীর্য স্খলন।

Salix Nigra Q – ক্ষমতাহীন অথচ স্ত্রী সংসর্গের ইচ্ছা প্রবল, বাহ্য বা প্রস্রাবের সময় কোথ দেবার সময় শুক্রস্খলন, হস্তমৈথুনের কারণে এটি হলে খুব উপযোগী।

Damiana Q – বাহ্যে, প্রস্রাবের বেগ দেবার সময় শুক্রক্ষয়, পুরুষত্ব কমে যাওয়া

Damiana Q

Lycopodium 30 – লিঙ্গ ঠান্ডা, শিথিল, সামান্য উত্থান হয় বা একেবারেই হয় না।

Avena Sat Q – কোনো প্রকার ক্ষয়কারী অথবা দুর্বলকারি অসুখের পর, রতিশক্তির হ্রাস, উদ্বেগ, অজ্ঞাতসারে ধাতু স্খলন।

Conium 200 – সঙ্গমে এর ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতার হ্রাস। স্ত্রীলোক দেখলে, আলিঙ্গন করলে, মনে করলে অজান্তে বীর্যস্খলন।

Ginseng Q – লিঙ্গের দুরবলতা, ইন্দ্রিয়ের উত্তেজনা, অনবরত শুক্রক্ষয় হয়ে বাতরোগ।

হস্ত মৈথুনের হোমিও চিকিৎসা

Acid phos 30 – শুক্রক্ষয়জনিত দুর্বলতা। হস্তমৈথুনের কারণে দুর্বলতা, প্রথমে মানসিক ও পরে শারীরিক দুর্বলতা।

Natrum Mur 200 – নিদ্রিতাবস্থায়, স্ত্রী সহবাসের পর স্বপ্নদোষ, কোমরে ব্যাথা, সহবাসকালে লিঙ্গদ্রেক হয় না।

Staphysagria 200 – স্কুলের ছাত্রগনের স্বপ্নদোষ।

শীঘ্র পতনের হোমিওপ্যাথি ওষুধ

Titanium 3X – সঙ্গম শক্তির দুর্বলতা, সঙ্গম কালীন অতি শীঘ্র স্খলন হয়।

Titanium 3x

Bufo rana 200 – হস্তমৈথুনের প্রবল ইচ্ছা, সহবাস কালে শীঘ্র শীঘ্র শুক্রস্খলন।

Calcarea Carb 200 – সম্পূর্ণ ভাবে লিঙ্গ উত্থান হয় না, সহবাসের পর মাথা ঘোরে।

Nupher Luteum Q – কামোদ্দীপক কথায় বা সামান্য উত্তেজনাতে শুক্রক্ষয়

Dioscorea 200 – এক রাত্রিতে ২/৩ বার স্বপ্নদোষ, পরদিন দুর্বলতা, হাটুতে বিন্দু মাত্র বল থাকে না।

বীর্য গাড় করার হোমিওপ্যাথি ওষুধ

Testes 3X – বীর্যে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে এবং বীর্য গাড় করতে খুবই উপকারী

এছাড়াও এই সমস্যার জন্যে অনেক নামিদামি কোম্পানির পেটেন্ট ওষুধও পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো –

  • জার্মানির Dr. Reckeweg কোম্পানির R41, Vita-C 15
  • Schwabe India কোম্পানির Damiaplant
  • SBL কোম্পানির Damiagra Forte.
Damiagra Forte

মহিলাদের যৌনরোগের হোমিওপ্যাথি ওষুধ

Origanum – অতিরিক্ত হস্তমৈথুনের ইচ্ছা ও ইন্দ্রিয়ের উত্তেজনা (এটা স্ত্রীলোকদের দুর্দমনীয় কামেচ্ছার উৎকৃষ্ট ওষুধ)।

Sabal Surr Q – যে সকল মহিলাদের কামোদ্দীপনা কমে যায় তাদের কামোদ্দীপনা বাড়ানোর উৎকৃষ্ট ওষুধ।

Cantharis 30 – স্ত্রীলোকদের সঙ্গম ইচ্ছা প্রবল, কামোন্মাদ।

Murex 30 – এক্টু স্পর্শেই কামেচ্ছা জেগে ওঠে, সময়ে সময়ে এটা এতো অধিক বলবতী হয় যে, জ্ঞানবুদ্ধি লোপ পায়।

Platinum met 200 – গর্ভবতি ও কুমারী স্ত্রীলোকদের কামোন্মাদ। যোনিদেশ,তলপেট সুড়সুড় করে, তাতে কামোদ্রেক হয়।

আরও পড়ুনঃ অর্শের হোমিওপ্যাথি চিকিৎসা

Similar Posts

One Comment

  1. My brother suggested I might like this web site. He used to be entirely right. This put up truly made my day. You can not believe just how a lot time I had spent for this info! Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *