
এই আধুনিক বিশ্বে যৌনরোগ একটি বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেমন পুরুষদের বিভিন্ন প্রকার সমস্যা তেমনি মহিলাদের ও বিভিন্ন প্রকার সমস্যা। সুখী যৌনজীবন মানুষকে মানসিক ও দৈহিক ভাবে খুশি রাখে। পুরুষদের এই সমস্যার নানাবিধ কারণ থাকে। যার মধ্যে জন্মগত শারীরিক সমস্যা বা অল্পবয়স থেকে করে আসা কিছু বদভ্যাস পুরুষদের যৌন সমস্যার কারণ হয়ে ওঠে। যদি আপনি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার এর যথাযথ চিকিৎসা করান দরকার। এখানে এই রোগের উপসর্গ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধের (homeopathy medicines for sexual problem) বিবরণ দেওয়া হল।
পুরুষদের যৌনরোগ ( homeopathy medicines for sexual problem of men )
কোনো প্রকার ক্ষয়কারী অথবা দুর্বলকারি অসুখের পর, রতিশক্তির হ্রাস,উদ্বেগ,অজ্ঞাতসারে ধাতু স্খলন – Avena Sat Q ।
শুক্রক্ষয়জনিত দুর্বলতা।হস্তমৈথুনের কারণে দুর্বলতা,প্রথমে মানসিক ও পরে শারীরিক দুর্বলতা – Acid phos 30।
অতিরিক্ত শুক্রক্ষয় করে অল্পবয়সে বৃদ্ধের মতো অবস্থা প্রাপ্ত, ধ্বজভংগ, নিদ্রাকালে বীর্য স্খলন – Agnus Cast Q ।
সঙ্গমে এর ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতার হ্রাস। স্ত্রীলোক দেখলে,আলিঙ্গন করলে,মনে করলে অজান্তে বীর্যস্খলন – Conium 200 ।
হস্তমৈথুনের প্রবল ইচ্ছা,সহবাস কালে শীঘ্র শীঘ্র শুক্রস্খলন – Bufo rana 200 ।
লিঙ্গ ঠান্ডা,শিথিল,সামান্য উত্থান হয় বা একেবারেই হয় না – Lycopodium 30 ।
সম্পূর্ণ ভাবে লিঙ্গ উত্থান হয় না, সহবাসের পর মাথা ঘোরে – Calcarea Carb 200 ।
ক্ষমতাহীন অথচ স্ত্রী সংসর্গের ইচ্ছা প্রবল, বাহ্য বা প্রস্রাবের সময় কোথ দেবার সময় শুক্রস্খলন , হস্তমৈথুনের কারণে এটি হলে Salix Nigra Q খুব উপযোগী।
সঙ্গম শক্তির দুর্বলতা, সঙ্গম কালীন অতি শীঘ্র স্খলন হয় – Titanium 3X ।
লিঙ্গের দুরবলতা,ইন্দ্রিয়ের উত্তেজনা,অনবরত শুক্রক্ষয় হয়ে বাতরোগ – Ginseng Q ।
বাহ্যে,প্রস্রাবের বেগ দেবার সময় শুক্রক্ষয়,পুরুষত্ব কমে যাওয়া – Damiana Q .
কামোদ্দীপক কথায় বা সামান্য উত্তেজনাতে শুক্রক্ষয় – Nupher Luteum Q .
স্কুলের ছাত্রগনের স্বপ্নদোষ – Staphysagria 200 ।
নিদ্রিতাবস্থায় , স্ত্রী সহবাসের পর স্বপ্নদোষ,কমরে ব্যাথা,সহবাসকালে লিঙ্গদ্রেক হয় না – Natrum Mur 200 ।
এক রাত্রিতে ২/৩ বার স্বপ্নদোষ,পরদিন দুর্বলতা,হাটুতে বিন্দু মাত্র বল থাকে না – Dioscorea 200 ।
অতিরিক্ত হস্তমৈথুনের ইচ্ছা ও ইন্দ্রিয়ের উত্তেজনা – Origanum (এটা স্ত্রীলোকদের দুর্দমনীয় কামেচ্ছার উৎকৃষ্ট ওষুধ)।
মহিলাদের যৌনরোগ
এক্টু স্পর্শেই কামেচ্ছা জেগে ওঠে, সময়ে সময়ে এটা এতো অধিক বলবতী হয় যে,জ্ঞানবুদ্ধি লোপ পায় – Murex 30 ।
গর্ভবতি ও কুমারী স্ত্রীলোকদের কামোন্মাদ। যোনিদেশ,তলপেট সুড়সুড় করে, তাতে কামোদ্রেক হয় – Platinum met 200 ।
স্ত্রীলোকদের সঙ্গম ইচ্ছা প্রবল,কামোন্মাদ –Cantharis 30 ।
এছাড়াও এই সমস্যার জন্যে অনেক নামিদামি কোম্পানির পেটেন্ট ওষুধও পাওয়া যায়।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো
জার্মানির Dr. Reckeweg কোম্পানির Vita-C 15।
Schwabe India কোম্পানির Damiaplant ।
SBL কোম্পানির Damiagra ।
আরও পড়ুনঃ অর্শের হোমিওপ্যাথি চিকিৎসা
ওপরে ডানদিকে Menu তে ‘Homeopathy treatment’ অপশানে বিভিন্ন রোগের উপসর্গ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধের বিবরণ দেওয়া আছে। জেনে নিন।