
জরায়ুর সকল প্রকার রোগে উপকারী – Aurum mur Nat ।
ঋতু বিলম্বিত,একেবারে বন্ধ বা মাত্র এক-আধ দিন স্থায়ী – Amyl Nit ।
রজঃস্রাব সম্পূর্ণ বন্ধ, সাথে রক্তহীনতা – Ferrum Mur ।
ঋতুস্রাব ২/৩ মাস বন্ধ থাকে পরে একবার প্রকাশিত হয়, সেই সময় পেটে ভয়ানক যন্ত্রণা – Xanthoxylum ।
ঋতুস্রাব বন্ধ, বধ হয় যেন ঋতু শুরু হবে কিন্তু তা হয় না। স্রাবের রক্ত জলের মত ও ফ্যাকাসে, কমরে ও তলপেটে অত্যন্ত ব্যাথা। সকালে খাবার আগে গা -বমি ভাব ও বমির ইচ্ছা, ঋতুকালীন পেটের ওপরের দিকে অসচ্ছন্দতা বোধ, খাবারে অরুচি, ক্ষুদামন্দা, বাম ডিম্বকোষে হুলফোটানো যন্ত্রণা ও জ্বালা, চোখের ওপর মাথাযন্ত্রনা – Gossypium ।
অসময়ে প্রচুর পরিমানে রজঃস্রাব, সাথে পেটে ভীষণ ব্যাথা,রক্ত কালো ও চাপ চাপ – Aletris Farinosa ।
মাসিক রজঃস্রাব সম্পূর্ণ বন্ধ হয় না,অনেকদিন থাকে – Trillium Pendulum ।
ঋতু খুব শীঘ্র শীঘ্র ও পরিমানে অধিক হয়, সাথে কোমর থেকে তলপেট পর্যন্ত খুব যন্ত্রণা,রক্ত ঘোলাটে, কালো ও চাপ চাপ – Cyclamen ।
অত্যন্ত অধিক দুর্গন্ধ যুক্ত শ্বেত প্রদরস্রাব ,স্রাব হাজাকারক,যোনিতে অসহ্য চুলকানি ও ফোস্কার মতো উদ্ভেদ। প্রত্যেক ঋতুকালে অত্যাধিক রক্তস্রাব – Helonias D ।
ঋতুস্রাব যথাসময়ে না হয়ে অনেক দেরিতে হয়,পরিমাণে অনেক অল্প হয়ে থাকে(দিনে বেশি ও রাতে কম স্রাব)।ভয়ানক খামচানি ব্যখ্যা, কোমরে ব্যাথা, মাথা ব্যাথা – Pulsatilla ।
ঋতুস্রাব থেমে থেমে হয়,ব্যাথা ও ঠিক থেমে থেমে হয়,রোগিনী দেখতে খুব মোটাসোটা,রোগিনী খোলা বাতাসে থাকতে চায় কিন্তু তাতে আবার শীত শীত বোধ করে, ঋতুস্রাব কালচে রঙের ও চাপচাপ , কখনও বা জলের মতো বর্ণহীন – Pulsatilla ।
ঋতু অনিয়মিত,সময়ের বহুপূর্বে প্রকাশ, রজঃ অতি অল্পদিন বা অনেক দিন ধরে চলে,ঋতুর ২/১ দিন আগে তলপেটে ভীষণ ব্যখ্যা, রক্তের রঙ কালো ও চাপচাপ – Abroma augusta ।
ঋতু প্রায়ই অনিয়মিত এবং অনেক দেরিতে হয়, ব্যাথা,ঋতু শুরু হবার আগে ওভারিতে ব্যাথা, রজঃ লোপ,রজঃ রোধ – Janosia Ashoka।
বালিকাদের খুব তাড়াতাড়ি এমন কি ১৫ দিন অন্তর ঋতু হয় আর বয়স্কদের অনেক দেরিতে হয় – Calcarea Phos ।
ঋতু বন্ধ হয়ে কাশি,কাশির সাথে রক্ত,রক্তস্রাব আরম্ভ হলেই কাশির উপশম।বাধক,ঋতুবন্ধ,অতিরজঃ, অনিয়মিত সময়ে ঋতু প্রকাশ,ঋতুর আগে মুখ,গলা,মুত্রথলির যন্ত্রণা – Senecio Aureus ।
পরিমানে অধিক ও অধিকদিন স্থায়ী ফিকে লাল মাছ ধোয়া জলের মতো বা ঋতু সম্পূর্ণ বন্ধ অথবা ঋতুবন্ধ হয়ে নাক,মুখ ও প্রস্রাবদ্বার দিয়ে স্রাব – Phosphorus ।