অ্যাসিড, গ্যাস অম্বল এর হোমিওপ্যাথি চিকিৎসা (Acidity , gas & indigesion)

আমাদের দৈনন্দিন আধুনিক খাদ্য তালিকা ,অনেকক্ষন খালি পেটে থাকা বা সময়মতো না খাবার ফলে প্রায় সবাই অ্যাসিড,গ্যাস অম্বল এর সমস্যায় জর্জরিত। নিচে অ্যাসিড,গ্যাস অম্বল এর হোমিওপ্যাথি চিকিৎসা ও ওষুধের বিবরণ দেওয়া হলো।

অ্যাসিড,গ্যাস অম্বল এর হোমিওপ্যাথি চিকিৎসা

কিছু না খেলে শরীর দুর্বল হয় আবার খেলে হজম হয় না,খেলেই পেটে ব্যাথা ও বমি, যা খায় তা উঠে আসে, স্বাদহীন ঢেঁকুর ওঠে – Carica papaya Q ।

ফল সহ্য হয় না,খাবারের পর বুকে বেদনা,বুকের মাঝখানে গোলার মতো একটা পদার্থ ঠেলে ওঠে – China 30 ।

কখনো কোষ্ঠবদ্ধ ,কখনো উদরাময়, পেট ফোলে, দুগন্ধ বা টক ঢেঁকুর ওঠে, বুকজ্বলা, আমাশয় – Hydrastis can Q ।

পুরাতন অজির্ণ,খাদ্য সহজে হজম হয় না,তরল পান ছাড়া অন্য খাবারে পেটে বেদনা হয়,পেট ফোলে,ঢেঁকুর সম্পূর্ণ ওঠে না,মুখে জল ওঠে – Lycopodium 30।

হজম না হয়ে পেট বেদনা,রোগী অস্থির হয়, কোষ্ঠবদ্ধ , একটু একটু করে বাহ্য, কিছু খেলেই পেট মোচড় দিয়ে বমি হয়, বমি টক বা তেতো,গলায় আঙ্গুল দিয়ে বমির চেষ্টা করে – Nux vom 30।

ঘি বা তেল জাতীয় খাবার খেয়ে সমস্যা – Pulsatilla 30 ।

খাবারের পরে যন্ত্রণা বোধ, পেট ফাঁপা – Nux moschata 200 ।

আহার্য্য বস্তু অম্ল হয়,গরম কটু তিক্ত ঢেঁকুর ওঠে,পেট থেকে মুখ পর্যন্ত জ্বলে,গলায় বোধ হয় একটি গোলা আটকে আছে – Acid Lactic 30 ।

বায়ুজমা,টক ঢেঁকুর, বুকজ্বালা, দুধ বা স্টার্চ জাতীয় খাবার সহ্য হয় না – Mag Carb 30 ।

মুখে টক জল ওঠে, টক বমি ও দাঁত টক হয় – Robinia Q।

মুখে, পাকস্থলীতে আগুনের মতো জ্বালা ,মুখে লালা ঝরে, ঘন আঠার মতো বমি,অম্ল ও পিত্ত বমি, সমস্ত খাদ্য অম্বল হয় – Iris vers Q।

টক উদ্গার,টক বমি,টক স্বাদ, পেট ফোলা, টক গন্ধ বাহ্য – Natrum Phos 30 ।

তিক্ত উদ্গার , তিক্ত বমি – Natrum Sulph 30 ।

আরও পড়ুনঃ শারীরিক দুর্বলতা ও অক্ষমতার হোমিওপ্যাথি চিকিৎসা

অর্শের হোমিওপ্যাথি চিকিৎসা

সর্দি কাশির হোমিওপ্যাথি ঔষধ

কিছু জানার থাকলে নিচে Comment করুন।

অন্য রোগের হোমিওপ্যাথি চিকিত্সার তথ্য পেতে উপরের কোণায় মেনুতে যান। তারপরে হোমিওপ্যাথিক চিকিত্সায় ক্লিক করুন এবং আপনি যে রোগটি খুঁজছেন তা নির্বাচন করুন।