ঠান্ডা লেগে পীড়া,গলার ডান দিক আক্রান্ত, ঢোক গিলতে ব্যাথা, টনসিল পেকে পুঁজ ও গলায় ক্ষত,পুরানো রোগে Baryta carb 1000 হতে উচ্চশক্তি।

Belladonna 200 – টনসিল ফুলে লাল, যন্ত্রণা,তারসাথে মাথা যন্ত্রণা ও জ্বর।

Calcarea iod 200 – টনসিলের মাঝে ছিদ্র ও ক্ষত।

Conium 200 – টনসিল খুব বড়ো ও শক্ত, ভিতরে পুঁজ অথচ না তাড়াতাড়ি পাকে না তাড়াতাড়ি ফাটে, তার মাঝে মাঝে ছিদ্র ঘা।

Baryta mur 200 – আলজীভ বাড়ে, টনসিল ফোলে ও বড় হয়, সেজন্যে গিলতে কষ্ট, ঠান্ডা লেগে হয়, পুরনো অসুখ বারবার টনসিল বাড়ে,পাকে পুঁজ হয়।

Hepar Sulph 200 – টনসিল খুব বড়ো, গলায় মাছের কাঁটা ফুটে থাকলে যেমন কষ্ট হয় এতে তেমন কষ্ট হয়।

Phytolacca Q – তরুণ টনসিলাইটিস অর্থাৎ টনসিল ফোলে, লাল হয়, জিভের গোড়ায় ব্যাথা, পান করতে, আহার করতে পারে না। পুরানো রোগে অর্থাৎ টনসিল খুব বড়ো হয়ে থাকে, নিশ্বাসে কষ্ট ও শব্দ হয়, বারবার এই রোগে আক্রান্ত হয়।

এছাড়াও বায়ো কম্বিনেশন 10 (BC 10) ভালো উপকার দেয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *