টনসিলের হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা

আমাদের এই পোস্টে আমরা টনসিলের হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব।

টনসিল হ’ল মানুষের গলার পিছনে অবস্থিত দুটি ছোট গ্রন্থি যা মুখ ও নাকের মাধ্যমে প্রবেশ করা ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টনসিলের অস্বাভাবিক প্রসারণে সমস্যা সৃষ্টি হতে পারে। টনসিল সমস্যা সম্পর্কে আমরা সবাই শোনেছি, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই সমস্যার চিকিৎসা ও ঔষধের প্রভাববিধি সম্পর্কে কম বা না জানি।

টনসিলের হোমিওপ্যাথি ওষুধ

টনসিলের হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা

Belladonna 200 – টনসিল ফুলে লাল, যন্ত্রণা,তারসাথে মাথা যন্ত্রণা ও জ্বর

Baryta carb 200 – ঠান্ডা লেগে পীড়া,গলার ডান দিক আক্রান্ত, ঢোক গিলতে ব্যাথা, টনসিল পেকে পুঁজ ও গলায় ক্ষত, পুরানো রোগে।

Baryta mur 200 – আলজীভ বাড়ে, টনসিল ফোলে ও বড় হয়, সেজন্যে গিলতে কষ্ট, ঠান্ডা লেগে হয়, পুরনো অসুখ বারবার টনসিল বাড়ে,পাকে পুঁজ হয়।

Calcarea iod 200 – টনসিলের মাঝে ছিদ্র ও ক্ষত।

Conium 200 – টনসিল খুব বড়ো ও শক্ত, ভিতরে পুঁজ অথচ না তাড়াতাড়ি পাকে না তাড়াতাড়ি ফাটে, তার মাঝে মাঝে ছিদ্র ঘা।

Hepar Sulph 200 – টনসিল খুব বড়ো, গলায় মাছের কাঁটা ফুটে থাকলে যেমন কষ্ট হয় এতে তেমন কষ্ট হয়।

Phytolacca D Q – তরুণ টনসিলাইটিস অর্থাৎ টনসিল ফোলে, লাল হয়, জিভের গোড়ায় ব্যাথা, পান করতে, আহার করতে পারে না। পুরানো রোগে অর্থাৎ টনসিল খুব বড়ো হয়ে থাকে, নিশ্বাসে কষ্ট ও শব্দ হয়, বারবার এই রোগে আক্রান্ত হয়।

এছাড়াও বায়ো কম্বিনেশন 10 (BC 10) ভালো উপকার দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top