আমাদের দৈনন্দিন আধুনিক খাদ্য তালিকা ,অনেকক্ষন খালি পেটে থাকা বা সময়মতো না খাবার ফলে প্রায় সবাই অ্যাসিড,গ্যাস অম্বল এর সমস্যায় জর্জরিত। নিচে অ্যাসিড,গ্যাস অম্বল এর হোমিওপ্যাথি চিকিৎসা ও ওষুধের বিবরণ দেওয়া হলো।

অ্যাসিড,গ্যাস অম্বল এর হোমিওপ্যাথি চিকিৎসা

কিছু না খেলে শরীর দুর্বল হয় আবার খেলে হজম হয় না,খেলেই পেটে ব্যাথা ও বমি, যা খায় তা উঠে আসে, স্বাদহীন ঢেঁকুর ওঠে – Carica papaya Q

ফল সহ্য হয় না,খাবারের পর বুকে বেদনা,বুকের মাঝখানে গোলার মতো একটা পদার্থ ঠেলে ওঠে – China 30

কখনো কোষ্ঠবদ্ধ ,কখনো উদরাময়, পেট ফোলে, দুগন্ধ বা টক ঢেঁকুর ওঠে, বুকজ্বলা, আমাশয় – Hydrastis can Q

পুরাতন অজির্ণ,খাদ্য সহজে হজম হয় না,তরল পান ছাড়া অন্য খাবারে পেটে বেদনা হয়,পেট ফোলে,ঢেঁকুর সম্পূর্ণ ওঠে না,মুখে জল ওঠে – Lycopodium 30

হজম না হয়ে পেট বেদনা,রোগী অস্থির হয়, কোষ্ঠবদ্ধ , একটু একটু করে বাহ্য, কিছু খেলেই পেট মোচড় দিয়ে বমি হয়, বমি টক বা তেতো,গলায় আঙ্গুল দিয়ে বমির চেষ্টা করে – Nux vom 30

গ্যাস অম্বল এর হোমিওপ্যাথি চিকিৎসা

ঘি বা তেল জাতীয় খাবার খেয়ে সমস্যা – Pulsatilla 30

খাবারের পরে যন্ত্রণা বোধ, পেট ফাঁপা – Nux moschata 200

আহার্য্য বস্তু অম্ল হয়,গরম কটু তিক্ত ঢেঁকুর ওঠে,পেট থেকে মুখ পর্যন্ত জ্বলে,গলায় বোধ হয় একটি গোলা আটকে আছে – Acid Lactic 30

বায়ুজমা,টক ঢেঁকুর, বুকজ্বালা, দুধ বা স্টার্চ জাতীয় খাবার সহ্য হয় না – Mag Carb 30

মুখে টক জল ওঠে, টক বমি ও দাঁত টক হয় – Robinia Q

মুখে, পাকস্থলীতে আগুনের মতো জ্বালা ,মুখে লালা ঝরে, ঘন আঠার মতো বমি,অম্ল ও পিত্ত বমি, সমস্ত খাদ্য অম্বল হয় – Iris vers Q

গ্যাস অম্বল এর হোমিওপ্যাথি চিকিৎসা

টক উদ্গার,টক বমি,টক স্বাদ, পেট ফোলা, টক গন্ধ বাহ্য – Natrum Phos 30

তিক্ত উদ্গার , তিক্ত বমি – Natrum Sulph 30

আরও পড়ুনঃ শারীরিক দুর্বলতা ও অক্ষমতার হোমিওপ্যাথি চিকিৎসা

অর্শের হোমিওপ্যাথি চিকিৎসা

সর্দি কাশির হোমিওপ্যাথি ঔষধ

কিছু জানার থাকলে নিচে Comment করুন।

Similar Posts