কিডনিতে পাথর এর হোমিওপ্যাথি চিকিৎসা

কিডনিতে পাথর এর হোমিওপ্যাথি চিকিৎসা

কিডনি মানব শরীরের প্রধান অঙ্গ গুলির মধ্যে একটি অন্যতম অঙ্গ। কিডনি আমাদের রক্ত কে পরিশ্রুত করে। কিডনি আমাদের শরীর থেকে অপদ্র্যবকে ছেঁকে বের করে ও আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নীচে কিডনি তে পাথর বা মুত্র-পাথরি এর হোমিওপ্যাথি চিকিৎসা (homeopathic medicine for kidney stone) আলোচনা করা হল।

কিডনির সমস্যার লক্ষণ

  • শরীরে মুত্র উৎপাদন কমে যাবে।
  • শরীরে জল জমতে থাকবে।
  • পায়ের নিচের দিকের অংশ ফুলতে শুরু করবে।
  • শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধে দেখা দেবে।
  • শরীর পরপর শীর্ণ ও দুর্বল হতে থাকবে।

কিডনিতে পাথর জমার কারণ

কিডনিতে পাথর জমার প্রমুখ কারণ হল শরীরে জলের অভাব। কিডনিতে পাথর তখনই হয় যখন আপনার প্রশ্রাবে ক্রিস্টাল তৈরি হওয়ার মতো পদার্থ যেমন – ইউরিক অ্যাসিড,ক্যালসিয়াম,অক্সালেট এর পরিমান স্বাভাবিকের থেকে বেড়ে যায়। এই পদার্থগুলি বেড়ে গেলে মুত্র আম্লিক হয়ে যায়। প্রশ্রাবের এই আম্লিক ধরন পাথর হতে সাহায্য করে।

কিডনিতে পাথর ও বিভিন্ন প্রকার সমস্যার হোমিওপ্যাথি ওষুধ (homeopathic medicine for kidney stone)

কিডনির জায়গায় জায়গায় বুজবুজ করে, প্রস্রাবে জ্বালা, মুত্রথলি থেকে মুত্রনালি পর্যন্ত ব্যাথা করে,বেদনা কিডনি থেকে শুরু করে ইউরেটার দিয়ে ব্লাডারে, ও সেখান থেকে ইউরেথায় যায়। কোমরে অসম্ভব বেদনা ও বারবার প্রস্রাবের ইচ্ছা – Berberis Vul Q

প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের বেগ থাকে ও কুন্থন থাকে – Cantharis Q

মুত্রথলি থেকে পাথর থাকার কারনে প্রদাহ, প্রস্রাব করতে করতে হঠাৎ বন্ধ, যেন মনে হয় পাথর আটকে গেল, প্রস্রাব সরু সুতার মতো হয় – Uva Urai Q

কিডনি থেকে মুত্রথলি পর্যন্ত টেনে ধরা ব্যাথা, বাম ইউরেটারে বেদনা, বাম কিডনির ওপরে বেদনা ও জ্বালা, প্রস্রাবে লাল বালি কনার মতো পদার্থর নির্গমন – Hedeoma Q

পিঠের দিকে কোমরের দুপাশে তীব্র বেদনা, বারবার প্রস্রাবের ইচ্ছা, প্রস্রাবের সময় কোঁথানি, প্রস্রাবে রক্তপুঁজ, শ্লেষ্মানির্গমন ও কাঁপুনি দিয়ে জ্বর – Marc Sol 200

কিডনির প্রদাহ যেখানে প্রস্রাবে ফসফেট,অক্সালেট ও ইউরিক অ্যাসিড থাকে ও রোগী ধীরে ধীরে দুর্বল হতে থাকে – Acid Pic 200

ব্যাথা ডান কিডনি থেকে পায়ে নামে ও কোমরে বেদনা – Nux Vom 200

ঘন ঘন প্রস্রাবের বেগ, কিন্তু অল্প প্রস্রাব, মুত্রে ছোটো ছোটো পাথর, কিডনিতে ভীষণ বেদনা। এতে অনেক সময় পাথর এমনিতেই বেরিয়ে যায় – Sarsaparilla Q

তীব্র বেদনা কিডনি হতে মুত্রথলি পর্যন্ত পরিচালিত হয়, বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবে রক্ত – Coccus 200

কিডনি পাথরিতে প্রতি মাসে একমাত্রা Lycopodium 1000 খেয়ে রাখলে বিশেষ উপকার পাওয়া যায়।

আরও পড়ুনঃ যৌন সমস্যার হোমিওপ্যাথি চিকিৎসা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *