सर्दी खांसी जुकाम बुखार की होम्योपैथिक दवा

সর্দ্দি কাশি বিভিন্ন কারণে হতে পারে। আবহাওয়া এর পরিবর্তনে অনেকের এটা হয়। বৃষ্টিতে ভিজলে হয়। কোনো কারণে ঠান্ডা লেগে হতে পারে। অনেকের আবার অ্যালার্জির কারণে হয়। আর এটি প্রতিনিয়ত প্রত্যেকের বাড়িতে কারোর না কারোর লেগে থাকে। সর্দি ও কাশির হোমিপ্যাথিক চিকিৎসা (homeopathic medicine for cough) দ্বারা এর নিরাময় সম্ভব।

সর্দি ও কাশির হোমিপ্যাথিক চিকিৎসা

সর্দি ও কাশির হোমিপ্যাথিক চিকিৎসা

Arsenic iod 30 – জলের মতো পাতলা তরুণ সর্দ্দি হলে।

Arsenic iod 30– জলের মতো সর্দ্দি বা রক্তমিশ্রিত সর্দ্দি নাক দিয়ে নিঃসৃত হয়। ঠোঁট হেজে যায়, নাক গলা জ্বালা করে। নাকে ঘা হয়, মামড়ি পড়ে

Nat carb 200 – নাকে কাঁচা জলের মতো সর্দ্দি সহ হাঁচি, দিনে সর্দ্দি ঝরে, রাতে নাক বন্ধ। নাকে কোনো কিছুর গন্ধ পায়না, কাশির সঙ্গে ডান দিকের বুকজ্বলা, সবুজ গয়ার।

Balsamum Peru Q – নাকে পুরাতন সর্দ্দি, অত্যন্ত দুর্গন্ধ, নাকে পচা গন্ধ।

হলদে রঙের গাঢ় সর্দ্দিতে Pulsatilla 30, Bryonia 30

Gelsemium 30 – তরুণ সর্দ্দি, নাক দিয়ে কাঁচা জল পড়ে, হাঁচি, গলায় টাটানী ব্যাথা। নাসিকাস্রাব গরম, শীত শীত ভাব,ঠান্ডা সহ্য হয়না, একটু ঠাণ্ডা তে অসুস্থ হয়।

Iodium 30 – গরম জলের মতো সর্দ্দি নাক দিয়ে পড়ে, নাকে ঘা, তার সাথে চোখ দিয়ে জল পড়ে। হাঁচি, নাক বুজে যায়, নাকের গোড়ায় ও কপালে বেদনা।

Dulcamara 30 – গরমের পর ঠান্ডা লেগে সর্দ্দি কাশি, বর্ষায় অসুখ।

Ipecac 6 -ঘন সর্দ্দিতে নাক পূর্ণ, খুব জোরে না ফোঁপালে নির্গত হয় না। কখনও কখনও নাক দিয়ে রক্ত পড়ে, ঘন ঘন কাশি, গলায় সাইসাই শব্দ, গলা ঘরঘর করে, বমি।

Drosera Q – হুপিং বা তৎসহ কাশি, অনবরত কাশি। এক একবার কাশির প্রবল ঝোক আসে, কাশির ধমকে বমি পায়খানা হয়ে যায় ।

Phosphorus 6 -সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত কাশির বৃদ্ধি, বামপাশে বা চিৎ হয়ে শুলে কাশির বৃদ্ধি। বুকে লাগে, বুক ধড়পড় করে, কথা বললে, হাসলে কাশি বাড়ে।

Nux vomica 200 – পেট গরমের কাশি, সর্দ্দির প্রথমাবস্থায় হাঁচি, নাক সেঁটে ধরে। নাক দিয়ে কিছুই নির্গত হয় না, কিন্তু চোখে জল পড়ে ও কণ্ঠ নালী শুকনো।

Myrica Q – সকল প্রকার সর্দ্দিশ্রাব, অসুখ বহুদিনের ও পুরাতন হলে।

শুকনো কাশির হোমিওপ্যাথি ঔষধ

Bryonia 30 -শুকনো কাশি, হলদে গয়ার, রক্তের ছিট, মাথাব্যথা।

Rumax 30 – গলা সুড়সুড় করে, অনবরত শুকনো কাশি। কাশির ধমকে প্রস্রাব নির্গত হয়, ঠান্ডা জলপানে কাশির উপশম।

Hyoscyamus 30 -কাশি শুকনো, রাতে বৃদ্ধি, শুইলে আরো বাড়ে, বসলে উপশম। আলজিভ বাড়ার জন্যে কাশি।

Argent met 30 – ফ্যারিংস, লেরিংস, ব্রঙ্কাই এর পুরনো অসুখে, জোরে হাসলে,পড়লে কাশির উদ্রেক।

Belladonna 200 – আপেক্ষিক শুষ্ক দম আটকানো কাশি, গলার ভেতর বেদনা, গরম বোধ। কুকুরের ডাক এর মত শব্দ, রাতে বৃদ্ধি, শক্ত ডেলা সর্দ্দি নির্গমন

Croton tig 30 – বালিশে মাথা রাখা মাত্রই কাশি, দম আটকায়, তাড়াতাড়ি উঠে পড়ে, হেঁটে চলে বেড়ায়, বসে ঘুমিয়া যায়

Eucalyptus Q -বুড়োদের ব্রঙ্কাইটিস, হাঁপানি। অত্যন্ত শ্বাসকষ্ট সহ কাশি ও হাঁপানি সর্দিতে পুঁজ

আরও পড়ুনঃ

কিছু জানার থাকলে নিচে comment করুন।

Similar Posts