homeopathy medicine for pain

আমাদের শরীরে যখন তখন বিভিন্ন অঙ্গে ব্যাথা অনুভুত হয়। এই ব্যাথার অনুভুতি বিভিন্ন কারনে হতে পারে। আঘাত লাগা, পড়ে যাওয়া, গ্যাস, স্নায়ুর সমস্যা ইত্যাদি বিভিন্ন কারনে এই ব্যাথার অনুভুতি হয়। এখানে বিভিন্ন প্রকার ব্যথার উপসর্গ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা আলোচনা করা হল।

ব্যথা, যন্ত্রনার হোমিওপ্যাথি চিকিৎসা

Arnica – আঘাত লেগে যদি শরীরের কোন স্থান থেঁৎলে বা ছেঁচে যায়। আর যদি Arnica তে সম্পূর্ণ উপকার না হয় তাহলে – Ledum । Ledum-এ আঘাতজনিত কালো শিরার দাগ পর্যন্ত বিলুপ্ত হয়।

Calendula Q – আঘাত লেগে কোন স্থান কেটে গেলে সর্বাপেক্ষা উপকারী ওষুধ।

Ledum – যদি কোন স্থানে খোঁচা লাগে বা পেরেক, ছুঁচ, পিন ইত্যাদি ফুটে যায়

Hypericum – শরীরে কোন স্থান আঘাত লেগে যদি স্নায়ু আহত হয় আর যদি মাংস পেশি আহত হয় তাহলে – Arnica ।

Rhus Tox – কোন ভারী বস্তু ওঠাতে গিয়ে পিঠে, ঘাড়ে ব্যাথা ।

Artemisia Vul – কেবলমাত্র চোখে আঘাত ও তজ্জনিত উপসর্গ ।

Ammon Mur – বহুদিনের পুরনো ও মচকানো ব্যাথা।

আরও পড়ুনঃ জ্বরের হোমিওপ্যাথি চিকিৎসা

Conium – পড়ে গিয়ে বা আঘাত লেগে বহুদিন পর্যন্ত ফুলে থাকে, তাতে ছুঁচ ফোটানোর মতো ব্যাথা।

Symphytum – আঘাত লেগে হাড় ভেঙ্গে যাওয়া ও ওই হাড় জুড়তে দেরী হওয়া।

Silicea – আঘাত লাগা জায়গা ক্ষত হয়ে পুঁজ জমে ভীষণ ব্যাথা।

Apocynum Andro – পায়ের আঙ্গুল বা পায়ের তলায় ভীষণ বেদনা, পা ফোলে, পায়ের তলায় ঝিনঝিন ধরা বা পিন ফোটানো বা খেঁচে ধরার মতো ব্যাথা।

heel pain

Antim Crud – পায়ের তলায় ও গোড়ালিতে ব্যাথা, টিপলে তত ব্যাথা লাগে না কিন্তু চলতে গেলে ভীষণ ব্যাথা।

Abrotenum – হাতের কব্জি, পায়ের গোড়ালির গাঁটে প্রদাহ ও ব্যাথা।

Argent Met – ব্যাথা ধীরে ধীরে চরম সীমায় ওঠে আবার হঠাৎ কমে। গলার ভেতর ঘায়ের মতো ব্যাথা, কাশিবার সময় ব্যাথা।

Aconite Nap – পিঠে ব্যাথা, নিশ্বাস নেবার সময় ব্যাথা।

Lachesis – পেটের ব্যাথা খাবারের পরেই কমে কিন্তু কিছুক্ষণ পরে আবার বাড়ে

pain

Acid Hydrofluorডান কাঁধের ব্যাথা আঙ্গুল পর্যন্ত পরিচালিত হয়। বাম তর্জনী ও আঙ্গুলের বেদনা, প্রদাহ।

আরও পড়ুনঃ চর্মরোগের হোমিওপ্যাথি চিকিৎসা

Kali Carb – ব্যাথা নড়াচড়া করলে বৃদ্ধি হয় না কিন্তু স্থির হয়ে বসে থাকলে ছুঁচফোটানো ব্যাথা।

Cistus – হাতের কব্জিতে আঘাত বা মচকে গিয়ে ব্যাথা।

Hyociamusনাভির কাছে নিঃশ্বাস গ্রহনের সময় খোঁচামারা ব্যাথা, তলপেটে কাটাছেঁড়ার মতো ব্যাথা

Lac Can – শরীরের কোন স্থানের ব্যাথা যখন আড়াআড়িভাবে পরিচালিত হয়।

Agaricus – শরীরের কোন স্থানের বেদনা যখন কোনাকুনি ভাবে চালিত হয়।

Acic Nit – ব্যাথা হঠাৎ আসে ও হঠাৎ যায়, ব্যাথা স্থান পরিবর্তন করে অর্থাৎ একবার এখানে তো একবার সেখানে।

Lilium Tig – স্তনের নীচে ব্যাথা, পাছার হাড়ে স্পর্শকাতর বেদনা।

Rhododendronসর্টরিবের নীচে পেটের বামদিকে ব্যাথা, দ্রুত চললে প্লীহায় ব্যাথা।

back pain

Spigelia – মেরুদণ্ডে ও পিঠে ব্যাথা, শ্বাস গ্রহনেও ব্যাথা বাড়ে, কাশির সময় বুকে ছুঁচফোটার মতো ব্যাথা।

Radium – পিঠে ও ঘাড়ে ব্যাথা, মাথা নিচু করে রাখতে পারে না

আরও পড়ুনঃ যৌন অক্ষমতার হোমিওপ্যাথি চিকিৎসা

Similar Posts